Suzuki Gixxer Monotone Price In Bangladesh 2024

বাংলাদেশে সুজুকির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকটি হলো এই Suzuki Gixxer Monotone। আজ আমি Suzuki Gixxer Monotone Price In Bangladesh এবং এর ‍Specification সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। বাইকটির বিল্ড কোয়ালিটি আর দুর্দান্ত পাওয়ারের কারণে বাংলাদেশে এতটা বেশি জনপ্রিয়। বাইকটির কুইক এক্সিলারেসন স্পিড লাভার বাইকারদের জন্য খুবই একটি উপযোগী বাইক।

Gixxer Monotone
Gixxer Monotone

আমরা সবাই জানি জাপানিজ কোম্পানি সুজুকি শুরু থেকেই বাংলাদেশের বাজারে ভাল বিল্ড কোয়ালিটির বাইক উপহার দিয়ে আসছে। Monotone বাইকটির দাম বিবেচনায় এর ওভারঅল পারফরমেন্স প্রশংসনীয়। দুই লক্ষ টাকার নিচে বাকটিতে যে কোয়ালিটি দেওয়া হয়েছে তা ব্যবহারকারীদের ভাললেগেছে বলেই সুজুকি তাদের এই মডেলটি বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণ বিক্রি করতে পেরেছে। বাইকটি তিনটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে আছে।

Suzuki Gixxer Monotone Price In Bangladesh 2024

আমরা সচরাচর দেখি বাইকের কালারের ওপর ভিত্তি করে দাম ও কম বেশি হয়ে থাকে। তবে Suzuki Gixxer Monotone এই ধরনের কোনে সমস্যা নেয়। বাইকটির সব কালারের দাম একই। নিচের ছকে বাইকটির কালার ভেরিয়েন্ট ও দাম দেখানো হয়েছে।

ColorPrice
BlueBDT – 199,950
BlackBDT – 199,950
RedBDT – 199,950
Suzuki Gixxer Monotone Price In Bangladesh 2024

আপনার বাজেট যদি থাকে ২ লক্ষ টাকার মধ্যে এবং আপনি যদি ভালো ব্রান্ডের, ভালোমানের, পপুলার একটি বাইক নিতে চাই তাহলে এই বাইকটি আপনার জন্যই।

Gixxer Monotone Blue
Gixxer Monotone Blue
Gixxer Monotone Red
Gixxer Monotone Red
Gixxer Monotone Black
Gixxer Monotone Black

Suzuki Gixxer Monotone ‍Specification

যদিও বাইকটিতে কোনো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি তারপরও আমি বলবো এটিতে যে ফিচার দেওয়া হয়েছে তা এই সেগমেন্টের একটি কমিউটার বাইকের জন্য যথেষ্ট।

Basic Features

Engine154.9 cc
Mileage45 km/L
Braking SystemFront: Disc, Rear: Disc/Drum
Transmission5 Speed Manual Gear
Fuel Tank Capacity12 Liters
Basic Features

Engine, Mileage, Top Speed

Engine154.9 cc
Engine Type4-stroke, 1Cylinder, Air-Cooled, SOHC
Fuel SupplyCarburetor
Max Power14.60 bhp @ 6000 rpm
Max Torque14.0 Nm @ 8000 rpm
Mileage45 km/L
Top Speed120 km/H
Transmission5 Speed Manual Gear
Gear Shifting Pattern1 Down 4 Up
Cooling SystemAir Cooled
Engine Oil Capacity850 ML
Engine Oil Grade10W 40
Fuel TypePetrol
Fuel Tank Capacity12 Litres
Reserve Fuel Capacity2.5 Litres
Engine, Mileage, Top Speed

Dimensions & Chassis

Weight135 KG
Seat Height780 mm
Ground Clearance160 mm
Length2050 mm
Width775 mm
Dimensions & Chassis

Brakes, Wheels and Suspensions

Front SuspensionTelescopic, 41mm Fork
Rear SuspensionMono Shock
Braking SystemDisc and Drum
Front Brake TypeDisc
Rear Brake Type Drum
Front Brake Size266 mm
Caliper Front1 Piston
Wheel TypeAlloy
Front Wheel Size17 inch
Rear Wheel Size17 inch
Front Tire Size100/80 – 17
Rear Tire Size140/60 – R17
Tyre Type Tubeless
Breaks, Wheels and Suspensions

Other Features

Traction ControlNo
Quick ShifterNo
SpeedometerDigital
OdometerDigital
Fuel GaugeDigital
Hazard Warning IndicatorYes
TripmetersYes
Gear IndicatorYes
Fuel IndicatorYes
Low Engine Oil IndicatorYes
Battery 12V, 3.0Ah
Head LightHalogen
Tail LightLED
Turn SignalLED
Start TypeElectric Start / Kick Start
Other Features

Suzuki Gixxer Monotone Engine

Suzuki Gixxer Monotone বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫৪.৫ সিসির ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন। এটির ইঞ্জিনের কারণেই বাইকটি মানুষের কাছে এত বেশি জনপ্রিয়। বাইকটিতে কার্বরেটর ইঞ্জিন ব্যবহারের কারণে বাইকটিতে খুবই দ্রুত স্পিড ওঠানো যায় তবে বাইকটিতে FI ইঞ্জিন ব্যবহার করলে বাইকটিতে মাইলেজ কিছুটা বেশি পাওয়া যেতো।

Monotone ৬০০০ ( আর পি এম ) এ ১৪.৬ ( বি এইস পি ) পাওয়ার উৎপাদন করতে সক্ষম এবং ৮০০০ ( আর পি এম ) এ ১৪ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারবে। এই টর্ক এবং পাওয়ারের কারণেই বাইকটি আজ রাইডারদের মনে জায়গা করে নিয়েছে।

বাইকটির ইন্জিন অয়েল ক্যাপাসিটি ৮৫০ মিলিলিটার। বাইকটিতে 10W 40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানি প্রতি ৯০০ – ১০০০ কিলোমিটার পর বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তত করার পরামর্শ দিয়েছে। এতে ইঞ্জিন ভালো থাকবে।

Monotone বাইকে ৫ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। বাইকের প্রথব গিয়ারটি নিচে বাকিগুলো উপরে। বাইকটির গিয়ার সিফটিং নিয়ে অনেক বাইকারের অভিযোগ রয়েছে। বাইকটির শিফটিং হার্ড বা শক্ত। ইউজাররা বলেছেন এই বাইক ব্যবহার করলে অবশ্যই ভালো কোয়ালিটির জুতা পরতে হবে, তা না হলে পায়ে ব্যথা পাবেন। অনেক রাইডার রসিকতা করে সুজুকির কাছে জুতা উপহার ও চেয়েছেন।

বাংলাদেশের বাজারে এখন ৩৫০ সিসির রয়েল এনফিল্ডের বাইক চলে এসেছে। আপনি যদি রয়েল এনফিল্ড প্রেমি হন তাহলে আপনি রয়েল এনফিল্ড ক্লাসিক বা রয়েল এনফিল্ড হান্টার নিতে পারেন।

রয়েল এনফিল্ড ক্লাসিক বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Suzuki Gixxer Monotone Mileage

বাইকটির ফুয়েল ধারণ ক্ষমতা ১২ লিটার এবং এটি প্রতি লিটার তেলে ৪৫ কিলোমিটার চলতে সক্ষম। আপনি বাইকটির ফুয়েল ট্যাংক একবার ফুল করলে ৫৪০ কিলোমিটার রাইড করতে পারবেন। অনেক বাইকার জানিয়েছেন তারা এই মনোটন থেকে ৫০ – ৫৫ কিলোমিটার মাইলেজ ও পেয়েছেন। তবে শুধু সিটিতে রাইড করলে আপনি ৫৫+ মাইলেজ পাবেন।

বাইকটির রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি ২.৫ লিটার। রিজার্ভ ফুয়েল মূলত ব্যবহার করা হয় জরুরি মুহূর্তে ব্যবহার করার জন্য। ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে আশেপাশে কোনো জনবসতি নেই এবং আপনাকে সাহায্য করার মতো ও কেউ নেই, এমন জায়গায় যদি আপনার বাইকের ফুয়েল শেষ হয়ে যায় তাহলে আপনি এই রিজার্ভ ফুয়েল ব্যবহার করে লোকালয়ে ফিরে আসতে পারবেন।

সুজুকি জিক্সার মনোটন Dimensions & Chassis

Monotone বাইকটি শর্ট রাইডাররা খুব সহজ ভাবেই রাইড করতে পারবেন। এটির সিট হাইট ৭৮০ মিলিমিটার যা ৫.৪ এর উচ্চতার মানুষ ও রাইড করতে পারবেন। বাইকটির ওজন ১৩৫ কেজি যা এই স্যগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় কিছুটা হালকা হওয়ায় বাইকটি রাইডাররা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। রাইডিং এর সময় বাইকের কন্ট্রোল খুবই ভালো।

মনোটনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিলিমিটার। বাইকটি অনায়াসে যে কোনো ভাঙ্গা রাস্তায় চালালেও বডি রাস্তায় স্পর্শ করবে না। তবে বাইকটি নিয়ে আপনি অফরোডিং করতে পারবেন না, কারণ বাইকটি অফরোডিং এর উপযোগী নয়। সিটির মধ্যে যেকোনো বড়সড় উঁচু স্পিড ব্রেকার অনায়াসে পার করতে পারবে।

বাইকটি দেখতে বেশ দানবীয়, এটি ২০৫০ মিলিমিটার লম্বা এবং ৭৭৫ মিলিমিটার চওড়া। বাইকটি নিয়ে বাইরে বের হলে রাস্তার মানুষ এটির দিকে তাকাবেই।

Suzuki Gixxer Monotone Wheels

বাইকটির সামনের ও পিছনের চাকার সাইজ ১৭ Inch। বাইকটির সামনের চাকায় পেয়ে যাবেন ১০০/ ৮০ – ১৭ সেকশনের টায়ার আর পিছনের চাকায় পেয়ে যাবেন ১৪০/৬০ – R-17 সেকশনের টায়ার। রাইডাররা জানিয়েছেন পিছনে ১৪০ সেকশনের টায়ার ব্যবহার করার কারণে চাকার সাথে রাস্তার গ্রিপ অনেক ভালো থাকে। এই মোটা চাকার জন্য তারা ব্রেকিং ও খুব ভালোভাবে করতে পারে।

Suzuki Gixxer Monotone Brakes

বাইকটির ব্রেকিং সিস্টেমে পেয়ে যাবেন সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। সামনের ব্রেকের ডিস্কের সাইজ ২৬৬ মিলিমিটার। বাইকটির সামনে ডিস্ক ব্রেক থাকলেও থাকছে না কোনো এ বি এম ( ABS ) সিস্টেম। আমার মতে বাইকটির যদি পিছনের চাকায় ডিস্ক ব্রেক দিতে পারত তাহলে ব্রেকিং এ এটি আরো একধাপ এগিয়ে থাকতো

ইউজাররা জানিয়েছেন এই সেগমেন্টের বাইকে বর্তমান যুগ অনুযায়ী তারা বাইকটিতে সামনে পিছনে ডিস্ক ব্রেক আর ডুয়েল চ্যানেল ( এ বি এস ) এর আশা করেছিলেন।

বাইকটির ক্লাস নিয়েও ইউজারদের অভিযোগ রয়েছে। এটির ক্লাস অনেক কড়া, ইমার্জেন্সি ক্লাস ধরতে রাইডারদের বেগ পোহাতে হয়।

আপনি যদি ডুলেল চ্যানেল এ বি এস সংযুক্ত বাইক পছন্দ করেন তাহলে আপনি Yamaha R15 V4 বাইকটি দেখতে পারেন। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Suzuki Gixxer Monotone Suspensions

মনোটনের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কপিক সাসপেনশন এবং পিছনে পেয়ে যাবেন মনোসক সাসপেনশন। রাইডারদের ভাষ্যমতে সামনের সাসপেনশন খুব ভালোভাবে কাজ করে কিন্তু পিছনের সাসপেনশন কিছুটা শক্ত। সিটির মধ্যে বা হাইওয়েতে এটি ভালো কাজ করলে ও একটু ভাঙ্গা রাস্তায় খুব ভালোভাবেই ঝাঁকি অনুভূত হয়।

সাসপেনশনের কারণে সবথেকে বেশি ভুগতে হয় পিছনের সিটের পিলিয়নকে। তাছাড়া এই বাইকের পিলিয়ন সিটের ও রয়েছে অনেক দুর্নাম। পিলিয়ন সিটে বসা পিলিয়ন সিটিং পজিশনের কারণে রাইডারের উপর চাপ দেয়, যা মোটেও ভালো লক্ষণ নয়। রাইডার কম্ফোর্ট ফিল না করলে বা কোনো ধরনের অসুবিধা নিয়ে কাজ করলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই Monotone বাইকটির পিলিয়ন সিটটিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে আমি মনে করি।

সুজুকি জিক্সার মনোটন Features

বাইকটিতে হ্যালোজেনের হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং টেললাইটটি LED। পার্কিং লাইট হিসেবে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে। ওডোমিটার, স্পিডোমিটার ও ফুয়েল গেজ সবকিছুই ডিজিটাল। এটি স্ট্রাট করার জন্য কিক স্ট্রাট ও ইলেক্ট্রিক স্ট্রাট দুটোই পেয়ে যাবেন।

সবমিলেয়ে বলা যায় বাইকটিতে ছোটখাটো কিছু ত্রুটি থাকলেও বাইকটি ২ লাখ বাজেটের সেরা বাইক। বাইকে যে সমস্যাগুলা আলোচনা করা হয়েছে তা খুবই নগণ্য। আমি মনে করি ছেলেদের স্বপ্ন পূরণের জন্য বাইকটি একটি আদর্শ বাইক।

Suzuki Gixxer Monotone বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে সুজুকির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সুজুকির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন

Leave a Comment

Social media & sharing icons powered by UltimatelySocial