লাখো যুবকের ক্রাশ Suzuki Gixxer SF, আজ আমি Suzuki Gixxer SF Price In Bangladesh এবং বাইকটির ফুল Specification নিয়ে আলোচনা করবো। বাইকটির হেডলাইটের পজিশন, ৩ পার্ট হ্যান্ডেলবার আর এগ্রেসিভ মাসকিউলার বডি কিট বাইকটিকে এক অসাধারণ লুক দিয়েছে। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে ব্লগটি শেষ পর্যন্ত পড়ুন।
Suzuki শুরু থেকেই তাদের টেকসই বাইক দিয়ে বাংলাদেশের বাজারের একটা বড় অংশ দখল করে আছে। শুধু জাপানিজ বাইক না, যে কোনো জাপানিজ মেশিনেরই সারা বিশ্বে কদর রয়েছে। Suzuki Gixxer SF বাইকটির দাম একটু বেশি হলেও বাংলাদেশের মানুষ যথেষ্ট ভালবাসা দেখিয়েছে।
Suzuki Gixxer SF Price In Bangladesh
Suzuki Gixxer SF 2024 এর মডেলের মোট তিনটি কালার ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে এসেছে। তবে ভালো খবর হলো কালারের ওপর ভিত্তি করে দামের কোনো তারতম্য নেই। চলুন তাহলে একটি চার্টের মাধ্যমে বাইকটির কালার ও দামের ধারণা নেওয়া যাক।
Color | Price |
ORANGE/SILVER (WIthout ABS Only DIsc) | BDT 3,19,950 |
Black (WIthout ABS Only DIsc) | BDT 3,19,950 |
BLUE/SILVER (WIthout ABS Only DIsc) | BDT 3,19,950 |
ORANGE/SILVER (WIth Single ABS ) | BDT 349,950 |
Black (WIth Single ABS ) | BDT 349,950 |
BLUE/SILVER (WIth Single ABS ) | BDT 349,950 |
Suzuki Gixxer SF 2024 মডেলের বাইকের ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে ২ টি ভেরিয়েন্ট আছে একটি হলো ABS আর একটি ABS ছাড়া। ABS যুক্ত ভেরিয়েন্ট এর দাম Non ABS থেকে কিছুটা বেশি। Non ABS Suzuki Gixxer SF এর দাম ৩,১৯,৫০০ আর ABS সংযুক্ত বাইকের দাম ৩,৪৯,৯৫০ টাকা। ১৫০ সিসির বাইক হিসেবে বাইকটির দাম একটু বেশি মনে হতে পারে তবে কথায় আছে সখের দাম লাখ টাকা। যদি আপনার শখ থাকে এই লুক্রেটিভ, মাসকুলার বাইকটি নিজের করে নেয়ার তাহলে ৩,৪৯,৯৫০ টাকা যেভাবেই হোক ম্যানেজ করে নিতে পারবেন।
এই দানের মধ্যে আপনি রয়েল এনফিল্ডের ৩৫০ সিসির ক্রজার কোয়ালিটির বাইক নিতে পারবেন। আপনি যদি ক্রজার প্রেমি হন তাহলে রয়েল এনফিল্ড মেটিওর এই বাইকটি দেখতে পারেন। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Suzuki Gixxer SF Specification
চলুন বাইকটির ফুল স্পেসিফিকেশন নিম্ন বর্ণিত ছকের মাধ্যমে জেনে নেই।
Basic Features
Engine | 155 cc |
Mileage | 45 km/L |
Braking System | ABS / Non ABS |
Transmission | 5 Speed Manual Gear |
Fuel Tank Capacity | 12 Liters |
Engine, Mileage, Top Speed
Engine | 155 cc |
Engine Type | 4-Cycle, 1-cylinder |
Fuel Supply | Electric Fuel Injector (EFI) |
Max Power | 13.4 bhp @ 8000 rpm |
Max Torque | 13.8 Nm @ 6000 rpm |
Mileage | 45 km/L |
Top Speed | 125 km/H |
Transmission | 5 Speed Manual Gear |
Gear Shifting Pattern | 1 Down 4 Up |
Cooling System | Air Cooled |
Engine Oil Capacity | 850 ML |
Engine Oil Grade | 10W 40 |
Fuel Type | Petrol |
Fuel Tank Capacity | 12 Litres |
Reserve Fuel Capacity | 2.4 Litres |
Dimensions & Chassis
Weight | 148 KG |
Seat Height | 795 mm |
Ground Clearance | 165 mm |
Length | 2025 mm |
Width | 715 mm |
Chassis | Diamond |
Brakes, Wheels and Suspensions
Front Suspension | Telescopic, 41mm forks |
Rear Suspension | Swing Arm |
Braking System | Single Channel ABS |
Front Brake Type | Disc |
Rear Brake Type | Disc |
Front Brake Size | 266 mm |
Rear Brake Size | 240 mm |
Caliper Front | 2 Piston |
Caliper Rear | 1 Piston |
Wheel Type | Alloy |
Front Wheel Size | 17 inch |
Rear Wheel Size | 17 inch |
Front Tire Size | 100/80 – 17 |
Rear Tire Size | 140/60 – R17 |
Tyre Type | Tubeless |
Other Features
Instrument Console | Digital |
Speedometer | Digital |
Odometer | Digital |
Fuel Gauge | Digital |
Hazard Warning Indicator | Yes |
No. Of Tripmeters | 2 |
Tripmeter Type | Digital |
Gear Indicator | Yes |
Fuel Indicator | Yes |
Low Engine Oil Indicator | Yes |
Clock | Yes |
Service Reminder Indicator | Yes |
Battery | Maintenance Free 12V, 3Ah |
Head Light | LED |
Tail Light | LED |
Turn Signal | LED |
USB Charging Port | Yes |
Bluetooth | Yes |
Start Type | Electric Start |
Suzuki Gixxer SF Engine
সুজুকি জিক্সার এস এফ বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সি. সি ৪ সাইকেল সিঙ্গেল সিলেন্ডার ইঞ্জিন। বাইকটিতে ফুয়েল সাপ্লায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক ফুয়েল সাপ্লাই বা (EFI) টেকনোলজি। EFI থাকার কারণে আপনি বাইকটি থেকে কার্বরেটর ইঞ্জিনের থেকে বেশি মাইলেজ পেয়ে যাবেন। তবে কিছ কিছু রাইডার জানিয়েছেন কার্বরেটর বাইকের টপ স্পিড ও কুইক থ্রটল EFI ভার্সন এর থেকে কার্বরেটবে একটু বেশি পাওয়া যায়। তবে পার্থক্যট খুব বেশি না, সামান্য।
বাইকটি দেখতে যেমন বডিবিল্ডারের মত মাসকুলার গাড়িটির ইঞ্জিন ও তেমনই শক্তিশালী। Suzuki Gixxer SF বাইকটি ৮০০০ (আর পি এম) এ ১৩.৪ ( বি এইস পি ) পাওয়ার উৎপাদন করতে সক্ষম এবং ৬০০০ (আর পি এম) এ ১৩.৮ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।
বাইকটির উপর সব বাইকারদের একটাই অভিযোগ, সেটি হলো বাইকটির কুলিং সিস্টেম নিয়ে। বাইকটিতে ব্যবহৃত হয়েছে গতানুগতিক এয়ার কুল ইঞ্জিন। একটি ৫০ সিসির বাইকে ও এই এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয় সেখানে এই ১৫৫ সিসির বাইকটিতে একটি ওয়াটার কুল বা ওয়েল কুল ইঞ্জিন দিতে পারতো সুজুকি জিক্সার এস এফ। বাইকটির ইঞ্জিন ওয়েল ধারণ ক্ষমতা ৮৫০ এম এল। কোম্পানি বাইকটিতে 10W 40 গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
বাইকটিতে দেওয়া হয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। প্রথম গিয়ারটি উপরে আর বাকি চারটি গিয়ার উপরে। বাইকারদের ভাষ্যমতে বাইকটির গিয়ার সিফটিং খুবই স্মুথ তবে বাইকটির নিউট্রাল পজিশন প্রথম ও দ্বিতীয় গিয়ারের মাঝামাঝি হওয়ায় অনেকেই বাইকটির গিয়ার নিউট্রাল করতে বিড়ম্বনায় পড়েন।
আপনি যতি হায়ার সিসির, বেশি ওজনের, মেটাল বডির টেকসই বাইক পছন্দ করেন তাহলে আপনি জাইলে রয়েল এনফিল্ড এর বাইক গুলো দেখতে পারেন। রয়েল এনফিল্ডের ৩৫০ সিসির ৪ টি বাইক বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সব থেকে পপুলার বাইকটি হলো রয়েল এনফিল্ড ক্লাসিক। রয়েল এনফিল্ড ৩৫০ বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Suzuki Gixxer SF Mileage
বাইকটিতে ফুয়েল সাপ্লাই EFI থাকার কারনে বাইকটি থেকে ৪৫ কিলোমিটারে মাইলেজ পাওয়া যাবে। কিছু রাইডার জানিয়েছেন তারা সিটি এবং হাইওয়েতে রাইড করে ৫০ থেকে ৫২ কিলোমিটার এভারেজ মাইলেজ পেয়েছেন। আবার অনেক রাইডার জানিয়েছেন তারা শুধু হায়ওয়েতে রাইড করে ৫৫ কিলোমিটার মাইলেজ পেয়েছেন।
যদিও বাইকটি দেখতে স্পোর্ট বাইকের মতো তবে বাইকটি কিন্তু একটি কমিউটার বাইক। তাই কমিউটার সেগমেন্টের বাইক থেকে ৫০ এর উপরে মাইলেজ আশা করায় যায়। বাইকটির ফুয়েল ট্যাংকের ফুয়েল ধারণ ক্ষমতা ১২ লিটার। বাইকটির ট্যাংকে ২.৪ লিটার রিজার্ভ ফুয়েল রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে হঠাৎ কোনো নির্জন রাস্তায় বিড়ম্বনায় পড়তে না হয়। এই রিজার্ভের ফুয়েল দিয়ে আপনি ১০০ কিলোমিটারের বেশি রাইড করতে পারবেন।
১২ লিটার ধারণ ক্ষমতার যে ফুয়েল ট্যাংকটি আছে সেটি বাইকটিকে এক অনন্য লুক এনে দিয়েছে। ফুয়েল ট্যাংকের নজরকাড়া স্ট্রাকচার আর এর নিচের বডি কিটগুলোর কারণেই বাইকটি যুবকদের কাছে এত বেশি সমাদৃত। তরুণের ভালবাসা পাওয়ার আর একটি মাধ্যম হল স্পিড সেটিতে ও পিছেয়ে নেই সুজুকি জিক্সার এস এফ। এটির টপ স্পিড ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
সুজুকি জিক্সার এস এফ Dimensions & Chassis
বাইকটি দেখতে বিশাল দানব মনে হলেও শর্ট হাইটের রাইডারদের জন্য এটি খুবই কমফোর্টেবল। বাইকটির সিট হাইট ৭৯৫ মিলিমিটার যার কারণে রাইডারের হাইট কম হলেও ভালোভাবেই বাইকটি রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটির ওজন তুলনা মুলক কম হওয়ার কারণে বাইকটি খুব সহজেই একটু দুর্বল শরীরের রাইডাররা ও কন্ট্রোল করতে পারবেন। বাইকটির মোট ওজন ১৪৮ কেজি, এই হালকা ওজন আপনাকে সিটির মধ্যে রাইড করতে খুবই সহযোগিতা করবে।
এবার আসি গ্রাইন্ড ক্লিয়ারেন্স নিয়ে, যে কোনো বাইকের গ্রাইন্ড ক্লিয়ারেন্স ভালো না হলে অফ রোডিং বা ভাঙ্গা রাস্তায় রাইড করা দুর্বিষহ হয়ে পড়ে। আর এখনো বাংলাদেশের অনেক রাস্তার অবস্থা খুবই খারাপ। সুজুকি জিক্সার এস এফ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিলিমিটার। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়ে খুব বেশি অফরোডিং করতে পারবেন না তবে ভাঙ্গা রাস্তায় মোটামুটি ভালোভাবেই চালাতে পারবেন।
Suzuki Gixxer SF Wheels
সুজুকি জিক্সার এস এফ বাইকের সামনে ও পিছনে এলয় হুইল ব্যবহার করা হয়েছে। সামনে ও পেছনের চাকার সাইজ ১৭ Inch । এটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ১০০/৮০ ১৭ সেকশনের টিউবলেস টায়ার এবং এর পিছনের চাকায় পেয়ে যাবেন ১৪০/৬০ – ১৭ সেকশনের টিউবলেস টায়ার।
পিছনের চাকায় ১৪০ মিলিমিটারের একটি চওড়া চাকা থাকায় আপনি ভালো একটি টায়ার গ্রিপ পাবেন এবং এটি আপনার ব্রেকিং পারফরমেন্স ভালে করবে। তাছাড়া চাকা চওড়া এবং এ বি এস সিস্টেম থাকলে ব্রেকিং এর সময় স্কেটিং করে পড়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমে যায়।
সুজুকি জিক্সার এস এফ Brakes
বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনে ও ফিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে ২৬৬ মিলিমিটার এবং পিছনে ২৪০ মিলিমিটারের ব্রেক ব্যবহার করা হয়েছে। তবে বাইকটির ব্রেকিং নিয়েও রাইডারদের রয়েছে অভিযোগ, কারণ বাইকটিতে শুধু সামনের চাকায় এন্টিলক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা রয়েছে।
যেখানে ১২৫ সিসির এক থেকে দেড় লক্ষ টাকার বাইকে ডুয়েল চ্যানেল এ বি এস দিচ্ছে সেখানে ৩,৫০,০০০ টাকার বাইকে সিঙ্গেল চ্যানেল এ বি এস, এটা আসলে মেনে নেওয়া যায় না। আশা করি সুজুকি কোম্পানি তাদের পরপর্তি ভার্সনে ডুয়েল চ্যানেল এ বি এস সংযুক্ত করবে।
Suzuki Gixxer SF Suspensions
সাসপেনসন হিসেবে বাইকটির সামনে ব্যবহার করে হয়েছে ৪১ মিলিমিটারের ফর্ক এর টেলিস্কোপিক সাসপেনসন। পিছনে পেয়ে যাবেন সুইং আরম সাসপেনশন। বাইকটি যদিও ৫.৫ এর রাইডাররা ভালো ভাবেই চালাতে পারবেন তারপরও যদি মনে হয়ে সিট হাইট আরো কিছুটা কম হলে ভালো হতো তাহলে পিছনের সাসপেনশন কাস্টমাইজ করে সিট হাইট কমিয়ে নিতে পারেন। এতে শর্ট রাইডাররা আরো বেশি কনফিডেন্স পাবেন।
Suzuki Gixxer SF Features
Suzuki Gixxer SF বাইকটির সবথেকে আকর্ষণীয় যে জিনিসটি সেটি হলো এর হেডলাইট আর এর মাসকিউলার বডি। বাইকটিতে এল ই ডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। হেডলইট অন করে দুর থেকে দেখলে ঈগলের মত মনে হয় যা দেখতে দুর্দান্ত লাগে। তাছাড়া বাইকটির টেইল লাইট ও ইন্ডিকেটরে ও এল ই ডি লাইট ব্যবহার করা হয়েছে।
বাইকটির ড্যাশবোর্ডে থাকছে স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর এবং ফুয়েল গেজ। এখানে সব মিটারগুলো ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে লো ইঞ্জিন ওয়েল ইন্ডিকেটর ও দেওয়া হয়েছে। বাইকটিতে পেয়ে যাবেন একটি USB পোর্ট, যা ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ক্যামেরা ইত্যাদি চার্য করতে পারবেন। বইকটির সাথে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটিকে Bluetooth এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন।
বইকটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে বাইকটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন।