বায়তুল মোকাররম: বাংলাদেশের গর্ব | National Mosque of Bangladesh

National Mosque of Bangladesh বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক পবিত্র স্থাপনা, যেটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি ঐতিহাসিক নিদর্শন—এটাই হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাংলাদেশের দশ টাকার নোটে এই বাইতুল মোকাররম সমজিদের ছবি রয়েছে। ধারণক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। আজকে আমরা জানবো এই মহান মসজিদের ইতিহাস, স্থাপত্য এবং এর গুরুত্ব সম্পর্কে।

বায়তুল মোকাররম মসজিদের ইতিহাস

তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। ১৯৫৯ সালে ‘বায়তুল মুকাররম মসজিদ সোসাইটি’ গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

সেসময় এয় জায়গায় বিশাল এক পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত। পুকুরটি ভরাট করে ২৭ জানুয়ারি ১৯৬০ সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্ভোধন করেন। মজিদটির নকশা করেন সিন্ধু প্রদেশের বিশিষ্ট স্থপতি আব্দুল হুসেন থারিয়ানি। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর ২৫ জানুয়ারি ১৯৬৩ সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়।

১৯৭৫ সালের ২৮ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ৮ তলা বিশষ্ট এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে।মসজিটির নিচতলায় রয়েছে একটি সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়।

বায়তুল মোকাররম মসজিদের ধারনক্ষমতা

প্রতিষ্ঠাকালিন সময়ে এই মসজিদটিতে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারত এবং সামনের এই অংশে একটি পানির ফোয়ারা ছিলা। পরবর্তিতে মসজিদের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য  ২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে পানির ফোয়ারা সরিয়ে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

বায়তুল মোকাররম নামের আর্থ ও মাহাত্ম্য

বাইতুল মোকাররম’ নামটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ—‘পবিত্র ঘর’।

বায়তুল মোকাররম মসজিদের স্থাপত্যশৈলী ও ডিজাইন

মসজিদটির স্থাপত্যশৈলী একটু ব্যতিক্রম। এটি কাবা শরীফের অনুকরণে নির্মিত। মসজিদটি ৮ একর জায়গার উপর নির্মিত। মসজিদের প্রধান ভবনটি আট তলা এবং মাটি থেকে ৯৯ ফুট উঁচু।

মসজিদটিতে দুইটি ওজুখানা রয়েছে একটি মুল প্রবেশ মুখের আগে বামদিকে অন্যটি মুলভবনের সাথে। বাইরের ওযুখানাটি বেশ বড়।


মুলভবনে ঢুকেই বামদিকে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত একটি সুসজ্জিত লাইব্রেরি।

মসজিদটিতে মুগল স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্যের পাশাপাশি আধুনিকতার সংমিশ্রন ঘটানো হয়েছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যেকোন মসজিদ থেকে আলদা করেছে।

শুধু পুরুষ মুসল্লি নয়, পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য ও মসজিদের অভ্যন্তরে রয়েছে আলাদা ওযুখানা ও আলাদা নামাজের কক্ষ। তৃতীয় তলায় উত্তর পাশে নারীদের নামাজের কক্ষটি অবস্থিত।

বায়তুল মোকাররমে পবিত্র কাবাঘরের গিলাফ

আপনারা জেনে অবাক হবেন এই মসজিদে পবিত্র কাবাঘরের গিলাফের টুকরা সংরক্ষিত আছে। এটিই হলো সেই গিলাফের অংশ। এই গিলাফে সুরা হ্বজ এর ২৬ নম্বার আয়াত লেখা আছে। তৎকালিন সৌদি আরবে বাদশাহ খালেদ ইবনে আবদুল আযীয আল সউদ তৎকালিন বাংলদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই অমুল্য গিলাফের টুকরাটি উপহার দেন।

আতরিয়াম টাইপ ওপেন স্পেস

বায়তুল মোকাররম মসজিদের এই বিশেষ অংশটি মূলত একটি আতরিয়াম টাইপ ওপেন স্পেস, যেখানে ওপর থেকে নিচে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। এটি মসজিদের স্থাপত্যশৈলীতে আনে এক ভিন্নমাত্রা।

বায়তুল মোকাররম মসজিদের মসজিদের গুরুত্ব ও অবস্থান

বাইতুল মোকাররম মসজিদটি অবস্থিত রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে—পল্টনে। এটি ধর্মীয় দিক ছাড়াও রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে জুমার খুতবা এবং ঈদের নামাজ দেশের অন্যতম প্রধান ইভেন্ট হিসেবে বিবেচিত।

বর্তমান সময় ও রক্ষণাবেক্ষণ

বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই মসজিদ পরিচালিত হচ্ছে। সময়ের সাথে সাথে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং নতুন করে সংস্কার করা হয়েছে। শুক্রবার ও রমজান মাসে এখানে লাখো মানুষ একত্রিত হন নামাজ ও দোয়ার জন্য।

বাইতুল মোকাররম শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার প্রতীক। যদি কখনো ঢাকায় আসেন, তবে এই পবিত্র স্থান একবার হলেও ঘুরে দেখার মতো।

রিলেটেড পোস্ট:

চন্দ্রিমা উদ্যান কোথায় অবস্থিত এবং এর ইতিহাস

স্বাস্থ্য টিপস:

কালোজিরা খাওয়ার নিয়ম এবং কালোজিরার উপকারিতা

প্রেসার লো হলে কি খেতে হবে। লো প্রেশার কি ?

গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না-জানা জরুরি

ইফতারিতে ভাজাপোড়া খাওয়ার পর পেটে এসিডিটি বা গ্যাস্ট্রিক হলে করনিয় কি?

Bike Specification

Royal Enfield Classic 350 Price in Bangladesh

Suzuki Gixxer SF Price In Bangladesh 2024

Leave a Comment

Social media & sharing icons powered by UltimatelySocial